Breaking News

পুলিশের উদ্যোগে গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: পুলিশের উদ্যোগে গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা শিবির jalpaiguri-eye-test-camp-for-motorists-under-the-initiative-of-police-india-howrah-eiyugজলপাইগুড়ি জেলা পুলিশের অধীন বানারহাট থানার চামুর্চি পুলিশ ফাঁড়ির উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হলো গাড়ী চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। জানা গেছে এদিন শিবিরে মোট একশো দুই জন গাড়ি চালকের চক্ষু পরীক্ষা করা হয় এদের মধ্যে চৌত্রিশ জনকে চশমা দেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানান শীতকালে কুয়াশা জনিত কারণে চালকদের স্বাভাবিক ভাবেই রাতে গাড়ী চালাতে সমস্যা হয়। তার উপর চালকদের দৃষ্টি শক্তি কম থাকলে কুয়াশার মাঝে দূর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। দৃষ্টি শক্তি জনিত কারনে দূর্ঘটনার আশঙ্কা দূর করতেই এই উদ্যোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।