জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত ধুপগুড়ি থানার উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার ঝাড় আলতাগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুকলুং রাভা বস্তিতে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির । জানা গেছে এদিনের শিবিরে দুইশো সত্তর জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে একশো আট জনকে চশমা দেওয়া হয়েছে এবং চৌত্রিশ জনের চোখে ছানি নির্ণয় করা হয়েছে ।তাদের বিনামূল্যে ছানি অপারেশন এর জন্য নিউ জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ওয়াংদেন ভুটিয়া, ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিত লামা ইন্সপেক্টর বিরাজ মুখোপাধ্যায় সহ এলাকার বিশিষ্টজনেরা।
Jalpaiguri: ধুপগুড়ি থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি