রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jalpaiguri) এর নির্দেশ অমান্য করেই গ্রামের সরু রাস্তায় চলছে বড় বড় লরি, কন্টেনার, ডাম্পার। শনিবার সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ি বস্তির সরু রাস্তায় পাঁচটি বড় লরি ও কন্টেনার আটক করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের সরু রাস্তায় বড় গাড়ি চলাচলে নিষেধ করলেও তা মানা হচ্ছেনা।ফারাবাড়িতে একটি রাস্তার কাজ শুক্রবার শুরু হয়েছে সেই রাস্তাতেই শনিবার সকালে কোম্পানির মাল নিতে লরি গুলি ঢোকে। বাসিন্দাদের মধ্যে দু একজন লরি চালকদের নিষেধ করলেও চালকরা তা অমান্য করে লরি এই রাস্তায় ঢুকিয়ে দেয়। বাসিন্দারা লরি আটক করে বিক্ষোভ দেখান। তারা বলেন রাস্তাটি অনেক দাবি দাওয়ার পর কাজ শুরু হয়েছে। সবে মাত্র রাস্তায় পিচ ঢালা হচ্ছে, এই অবস্থায় লরি চললে রাস্তার পিচ উঠে যাবে। এছাড়াও এতদিন ধরে কাঁচা ভাঙ্গাচোরা রাস্তায় কোম্পানির লরি গুলি চলাচল করে রাস্তাটি আরও বেহাল দশা করেছিলো। সরু এই রাস্তায় বড় লরি ঢুকলে অন্য গাড়ি সাইড নিতে পারেনা। যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। তাদের দাবি প্রশাসন এই রাস্তায় বড় লরি চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করুক।
Jalpaiguri: গ্রামের সরু রাস্তায় বড় লরি আটক করে বিক্ষোভ বাসিন্দাদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি