Breaking News

Jalpaiguri: জলপাইগুড়ি বামপন্থী বিড়ি শ্রমিকদের ডিএলসিতে ডেপুটেশন

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: জলপাইগুড়ি বামপন্থী বিড়ি শ্রমিকদের ডিএলসিতে ডেপুটেশন শুক্রবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বামপন্থী বিড়ি শ্রমিকরা জেলা শ্রম দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি দিল বিশেষ কয়েকটি দাবি নিয়ে। (Jalpaiguri) এদিনে এনিয়ে শহর পরিক্রমা করে জেলা লেবার কমিশনের অফিসে তাদের একটি মিছিল। জেলা বামপন্থী বিড়ি শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকার বলেন, মজুরি বৃদ্ধি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি সহ এলাকাগুলিতে মূলত এই বিড়ি কারখানা গুলি রয়েছে তাতে কেন্দ্রীয় হারে ২৬৭ টাকা তাদের হাজিরা হওয়ার কথা কিন্তু পাচ্ছেন ১৫০, সুতরাং ২৬৭ টাকা মজুরি, বিড়ি মালিক ও ঠিকাদারদের শোষণ ও হয়রানি, মুর্শিদাবাদের মন্ত্রীর কথা উল্লেখ করে স্বপনবাবু বলেন, চতুর্দিকে দুর্নীতি ও বিভাজন ইত্যাদি বিষয়ে ডেপুটেশন দিলেন ডিএলসি দপ্তরে। স্বপনবাবু বলেন ডিএলসি জনান বিষয়টি ক্ষতিয়ে দেখে উর্ধতন কতৃপক্ষের কাছে পাঠাবেন ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।