পর্যটন মরশুমে পর্যটকদের সহায়তা প্রদানের উদ্দ্যেশ্যে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে লাটাগুড়ি, মূর্তি ও গরুমারা লাগোয়া পর্যটনকেন্দ্র গুলিতে শুভ সূচনা হলো পর্যটন বন্ধু প্রকল্পের। শনিবার ফ্ল্যাগ অফের মাধ্যমে এই প্রকল্পের শুভ সূচনা করেন জলপাইগুড়ি রেঞ্জের ডি আই জি সি সুধাকর। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো, জেলার বনাধিকারিকগন সহ বিশিষ্টজনেরা। জানা গেছে এদিন তিনটি পর্যটক সহায়তা বুথ চালু করা হয়েছে। দুটি মোবাইল ভ্যান এবং মহিলা পুলিশের বিজয়ী টিমের দশ জন সদস্যা পাঁচটি স্কুটিতে এসব এলাকায় শনিবার থেকে জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত নিয়মিত টহলদারি করবেন এবং পর্যটকদের সহায়তা প্রদান করবেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
Jalpaiguri: জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে শুভ সূচনা হলো পর্যটন বন্ধু প্রকল্পের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি