Breaking News

Jalpaiguri: লক আউট এর নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়লেন মালিকপক্ষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: লক আউট এর নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়লেন মালিকপক্ষ জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙ্গা টন্ডু চা বাগানে লক আউট এর নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে গেলেন মালিকপক্ষ। সোমবার রাতে এই লক আউটের নোটিশ ঝোলানো হয়। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা এই নোটিশ দেখে হইচই শুরু করে দেন। একে একে সব শ্রমিকরা এসে জড়ো হয় বাগানের ফ্যাক্টরির গেটে। লক আউট নোটিশ দেখে মাথায় হাত শ্রমিকদের। চা বাগান মালিকপক্ষ সূত্রে জানা গেছে বাগানের শ্রমিকরা বাগানের কর্মসংস্কৃতি নষ্ট করে দিয়েছেন। তারা সঠিকভাবে কাজ করতেননা ফলে উৎপাদন মার খাচ্ছিলো। তার উপর একটি শ্রমিক ইউনিয়নের মদতে চা বাগান কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছিলো চা বাগানের জমি বিক্রি করার জন্য অথচ চা বাগান কর্তৃপক্ষ জমি বা অন্যান্য সম্পদ বিক্রি করবে এই মর্মে কোনো বিজ্ঞপ্তি জারী করেনি। শ্রমিক ইউনিয়নের মদতে চা বাগানের লিজ নেওয়া জমিতে শ্রমিকরা গরু, ছাগল পালন শুরু করেছেন। তাদের গরু ছাগল চা বাগানে চরে বেড়ায় এটা দেখে বহিরাগতদের গরু ছাগল ও চড়তে দেওয়া হয় চা বাগানে। শ্রমিকদের চা বাগানের ফ্যাক্টরিতে বা টন্ডু ডিভিশনে কাজে পাঠালে তারা সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করেননা। এভাবে চা বাগানের কর্মসংস্কৃতি ধ্বংস করে দিয়ে লাভে চলা চা বাগানটিকে লোকসানের মুখে ঠেলে দিয়েছেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়েই লক আউট নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়েছেন। এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।