শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jalpaiguri: ক্রান্তি মোড়ে রায় সাহেব পঞ্চানন বর্মার পূর্ণ আবয়ব মূর্তির উন্মোচন

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: ক্রান্তি মোড়ে রায় সাহেব পঞ্চানন বর্মার পূর্ণ  আবয়ব মূর্তির উন্মোচন রবিবাসরীয় (Jalpaiguri) জলপাইগুড়ির ক্রান্তি মোড়ে উন্মোচন রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা পূর্ণ আবয়ব মূর্তি উন্মোচিত হল। পঞ্চানন স্মারক সমিতির উদ্যোগে এই রায়সাহেবের মূর্তি স্থাপন করা হয় বলে জানান কর্তারা। এদিন রায়সাহেব কে পদমিছিল হয় ক্রান্তি মোড়ে হাটেন গুনি জন ও ভক্তরা। উপস্থিত ছিল দুই পদ্মশ্রী প্রাপক মঙ্গলাকান্ত রায় ও করিমুল হক,বিজেপি সাংসদ জয়ন্ত রায় ,পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বুলুচিক বরাইক সহ বিশিষ্ঠরা। বক্তারা তাদের বক্তব্যে রায়সাহেবের জীবনী, আদর্শ ও লড়াই অবদানের এর কথা তুলে ধরেন! আজও যে সাহেবের প্রাসঙ্গিকতা রয়েছে সেটাও তুলে ধরেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।