ময়নাগুড়ি বাজারে(Jalpaiguri) লাগামছাড়া সবজির দামে সাধারণ মানুষের নাভিশ্বাস। অভিযোগ, বিভিন্ন সবজি—বিশেষ করে বেগুন—অস্বাভাবিক দামে বিক্রি করা হচ্ছে। বেগুনের কেজি দাম ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার সকালে অভিযোগ ওঠে ক্রেতাদের একাংশের। এই পরিস্থিতিতে ময়নাগুড়ির নতুন বাজারে নজরদারি ও অভিযানে নামে প্রশাসন। ময়নাগুড়ির জয়েন্ট বিডিও সোনাম শেরপা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্মীরা বাজার পরিদর্শনে যান। সেখানেই এক সবজি বিক্রেতাকে অতিরিক্ত দামে বেগুন বিক্রি করতে দেখে হাতে নাতে পাকড়াও করেন আধিকারিকরা। অভিযুক্ত ব্যবসায়ী প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রমাণ সামনে আসতেই হাত জোড় করে ক্ষমা চান তিনি। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—যে সমস্ত ব্যবসায়ী বেশি দামে সবজি বিক্রি করে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের হঠাৎ এই অভিযানে বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু ব্যবসায়ীই তড়িঘড়ি তাদের দামের তালিকা ঠিকঠাক করতে দেখা যায়। সাধারণ মানুষের স্বস্তি—অবশেষে লাগামছাড়া দামের বিরুদ্ধে কঠোর হল প্রশাসন। এ বিষয়ে মঙ্গলবার ময়নাগুড়ির জয়েন বিডিও সোনাম শেরপা কি জানালেন শুনে নেওয়া যাক।
Jalpaiguri: লাগাম ছাড়া সবজির দাম নিয়ন্ত্রণে অভিযানে প্রশাসন
রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper