অপহরনের পনেরো দিনের মধ্যে দু মাস পনেরো দিনের শিশুকে মা বাবার কোলে ফিরিয়ে দিয়ে অনন্য নজির গড়লো মালবাজার পুলিশ। জানা গেছে কিছুদিন আগে মালবাজার মহকুমার ওয়াশাবাড়ি চা বাগানের বাসিন্দা প্রেমিকা তির্কি ও প্রেম তির্কির দুমাস পনেরো দিন বয়সী শিশু সন্তানকে এক মহিলা অপহরণ করে ঝাড়খন্ডে নিয়ে চলে যায়। সন্তানকে না পেয়ে পাগলপ্রায় দম্পতি মালবাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমে পনেরো দিনের মধ্যে ঝাড়খন্ড থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে আনে এবং মা বাবার কোলে ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করে। মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা ও মালবাজার থানার আই সি সুজিত লামা সমগ্র অভিযানে নেতৃত্ব দেন। পুলিশের এই সাফল্যকে স্যালুট জানিয়েছেন এলাকাবাসী।
Jalpaiguri: পনেরো দিনের মধ্যে অপহৃত শিশুকে ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে মা বাবার কোলে ফিরিয়ে দিয়ে নজির গড়লো মালবাজার পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি