বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের মালপত্র চুরি করতে গিয়ে গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের মালপত্র চুরি করতে গিয়ে গ্রেপ্তার দুই নিউ জলপাইগুড়ি স্টেশনের যাত্রী সাথী (Jalpaiguri) পয়েন্টে মোতায়েন নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা শনিবার দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত দুই দুষ্কৃতি নিউ জলপাইগুড়ি স্টেশনে পার্কিং এলাকায় যাত্রীদের মালপত্র চুরির চেষ্টা করছিলো। ধৃতদের নাম গৌরব রায় (২১), কৃষ্ণ দে (২২)। গৌরব জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার আসাম মোড় গুন্ডাপাড়ার বাসিন্দা ও কৃষ্ণ দে কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাট এলাকার উত্তর নবগঞ্জ বড়সির বাসিন্দা। পুলিশ সূত্রে জানানো হয় এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের মালপত্র চুরির অভিযোগ ছিলো। এদিন এরা গ্রেপ্তার হওয়ায় স্বস্তি বোধ করছেন যাত্রীরা। ধৃতদের নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে হস্তান্তর করা হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পাঠিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তার সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।