জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশ ও রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের যৌথ উদ্যোগে শুক্রবার রাজগঞ্জ গ্রামীন হাসপাতালে আয়োজিত হয় যক্ষ্মা রোগে আক্রান্তদের নিয়ে এক আলোচনা সভা। সভায় ব্লকের বাইশ জন যক্ষ্মা আক্রান্ত রুগী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পুলিশের ডিএস পি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, ডিটিও শুভদীপ সরকার, রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায়, রাজগঞ্জ থানার আই সি অনুপম মজুমদার সহ অন্যান্যরা। অরিন্দম পাল চৌধুরী জানান এদিনের সভায় যক্ষ্মা আক্রান্ত রুগীদের সহায়তা প্রদান সহ যক্ষ্মা রোগ বিষয়ে সচেতন করা হয়েছে। এদিনের সভার উদ্যেশ্য যক্ষ্মা মুক্ত রাজগঞ্জ ব্লক, যক্ষ্মা মুক্ত বাংলা, যক্ষ্মা মুক্ত দেশ গঠন।
Jalpaiguri: নিঃক্ষয় মিত্র কর্মসূচি অনুসারে যক্ষ্মা আক্রান্তদের নিয়ে আলোচনা সভা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি