ওয়াকফ বোর্ড সংশোধনী (Jalpaiguri) বিল বাতিল করনের দাবিতে জলপাইগুড়ি জেলার বানারহাটে বিশাল মিছিল আয়োজিত হলো সোমবার। এদিনের মিছিলে পুরুষদের পাশাপাশি প্রচুর মহিলা অংশগ্রহন করেন। মিছিলটি বানারহাটের বিভিন্ন পথ পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ড সংশোধনী যে বিল পাশ করেছে তা বাতিল করার দাবি জানিয়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়।
Jalpaiguri: ওয়াকফ বোর্ড সংশোধনী বিল বাতিল করনের দাবিতে মিছিল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি