জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের (Jalpaiguri) বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবড়ি সাহেববাড়ি এলাকায় একটি পাকা রাস্তার কাজের সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সোমবার রাস্তার কাজের সূচনা করে বিধায়ক জানান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাত লক্ষ টাকা আর্থিক অনুদানে রাস্তাটি নির্মিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবার পূরন হতে চলেছে। রাস্তাটির নির্মান কাজ হয়ে গেলে গ্রামবাসীরা উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দীন আহমেদ,সমাজসেবী তুষার কান্তি দত্ত, গ্রস্ম পঞ্চায়েত সদস্য ভবানী শংকর রায় ও গৌতম রায় সহ অন্যান্যরা।
Jalpaiguri: পাকা রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper