জলপাইগুড়ি জেলা পুলিশের ধুপগুড়ি (Jalpaiguri) থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার করে অবৈধভাবে মজুত করা আটশো লিটার হাই স্পীড ডিজেল। জানা গেছে ধুপগুড়ি থানা এলাকার আংরাভাসার ধীরেন দোকান এলাকায় এই অভিযান চালায়। অভিযানে সুজন মজুমদার এর দোকান থেকে উদ্ধার হয় এই ডিজেল। পুলিশ সূত্রে জানা গেছে সুজন মজুমদার অবৈধভাবে ডিজেল মজুত করে চড়া দামে বিক্রির কারবার করতো। সুজন মজুমদার এর বাড়ি থানা এলাকার উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়। সমস্ত আইনী প্রক্রিয়া মেনে এই ডিজেল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। সুজন মজুমদারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Jalpaiguri: পুলিশের অভিযানে উদ্ধার অবৈধভাবে মজুত করা আটশো লিটার হাই স্পীড ডিজেল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper