জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আপনার পাড়ায় পুলিশ কর্মসূচী। এই কর্মসূচি অনুসারে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা, ধুপগুড়ি থানা, নাগরাকাটা থানা, মেটেলি থানা ও বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ কর্মীরা নিজ নিজ থানার বিভিন্ন এলাকায় যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার কথা শুনে সেগুলি লিপিবদ্ধ করে সমস্যা সমাধানে যথাযথ পরামর্শ দেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই কর্মসূচি প্রতিটি থানা এলাকায় চলবে।
Jalpaiguri: জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আপনার পাড়ায় পুলিশ কর্মসূচী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি