ক্যানেলের (Jalpaiguri)শিলান্যাস করতে ধুপগুড়িতে এলেন মন্ত্রী পার্থ ভৌমিক। (Jalpaiguri)মঙ্গলবার ধুপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকায় দীর্ঘ ৭ কিলোমিটার ক্যানেলের শিলান্যাস করতে আসেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।
সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা, সেচ দপ্তরের ইঞ্জিনিয়র , তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ বিশিষ্ঠ ব্যক্তিরা।শিলান্যাস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ডিসেম্বর মাসে অভিষেক ব্যানার্জী সংশ্লিষ্ট এলাকায় এলে স্থানীয়রা ক্যানেলের দাবি করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের দাবি মেনে নিয়ে ক্যানেল করার অনুমতি দেন। তিনি আরো বলেন, দীর্ঘ ৭ কিলোমিটার ব্যাপী এই ক্যানেলের জন্য উপকৃত হবে এলাকার ৩২ হাজার মানুষ, উপকৃত হবে ১২৪০ হেক্টর কৃষি জমি। তিনি আরও বলেন, ৯ কোটি ৯৭ লাখ টাকা খরচ করে তৈরি হবে এই ক্যানেলটি। যার জেরে পরবর্তীতে বছরে তিনবার চাষ করতে পারবেন এলাকার কৃষকেরা।
প্রায় ১০ কোটি টাকার ক্যানেলের শিলান্যাসে এলাকাবাসীদের মধ্যে খুশির জোয়ার বইতে দেখা যায়। এলাকার কৃষকেরা বলেন, ক্যানেলটি তৈরি হলে তারা ব্যাপক উপকৃত হবে বলে উল্লেখ করেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper