পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি (Jalpaiguri) দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় আয়োজিত হচ্ছে তিন দিন ব্যাপী বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। বেলাকোবা পাব্লিক ক্লাব ময়দানে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সুচনা হয়। তারপর মঞ্চে।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমজিত চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরুপ বিশ্বাস, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জানা গেছে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে থাকছে মেলা, প্রদর্শনী, এক্সপো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সতেরো তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক।
Jalpaiguri: রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় তিনদিনের বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের উদ্বোধন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি