শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Jalpaiguri: রানীনগরে মালগাড়ির বগি বিচ্ছিন্ন ,অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: রানীনগরে মালগাড়ির বগি বিচ্ছিন্ন ,অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষারানীনগর থেকে (Jalpaiguri) বেলাকোবার উদ্দেশে যাত্রার সময় একটি মালগাড়ির সঙ্গে বিপত্তি ঘটে। আচমকাই ট্রেনটির একটি অংশের বগির লক খুলে যাওয়ায় প্রায় ন’টি বগি পিছনের দিকে গড়িয়ে যায়। ঘটনাটি ঘটে রানীনগর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়।হঠাৎ এই পরিস্থিতিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় কুড়ি মিনিট ধরে বিচ্ছিন্ন বগিগুলি রেললাইনের উপর দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল দপ্তরের আধিকারিকরা। তাঁদের তৎপরতায় বগিগুলির লক ঠিক করে পুনরায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।এই ঘটনায় বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে কী কারণে বগির লক খুলে যায়, তা খতিয়ে দেখছে রেল দপ্তর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।