রাতভর একটানা বৃষ্টি তে ব্যাপক (Jalpaiguri) জল বেড়েছে ধুপগুড়ির ডুডুয়া নদীতে। যার জেরে জলবন্দী হয়ে রয়েছে ধুপগুড়ির সোনাখালী এলাকার বাসিন্দারা। (Jalpaiguri) বুধবার সন্ধ্যে থেকে শুরু হওয়া এক টানা বৃষ্টির জেরে ব্যাপক জল বাড়তে থাকে উত্তরবঙ্গের প্রায় সব কটি নদীর।
তার মধ্যে ধুপগুড়ির ডুডুয়া নদীতে জল বেড়ে প্রায় বন্য কবলিত হয়ে পড়ে এলাকা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুডুয়া নদী সংলগ্ন সোনাখালী র মজুমদার কলোনি এলাকায় প্রায় এক কোমর জল হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় মজুমদার কলোনির বাসিন্দাদের। সংশ্লিষ্ট এলাকা তে সকাল থেকেই প্রবল বৃষ্টির মধ্যে উপস্থিত হতে দেখা যায় ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা কে। স্থানীয় সমাজকর্মী কালটু হুসেন বলেন , টানা বৃষ্টির জেরে ডুডুয়া নদীতে ব্যাপক জল বাড়ায় বন্যা কবলিত হয়ে পড়ে এলাকা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে কবলিত এলাকার বাসিন্দাদের পার্শ্ববর্তী সোনাখালি প্রাথমিক বিদ্যালয় এ নিয়ে যাওয়া হয়। তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দারা কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে শুকনো খাবারের ব্যবস্থা করছে বলে তিনি জানান।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper