Breaking News

Jalpaiguri: নিষিদ্ধ মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: নিষিদ্ধ মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার দুই নিষিদ্ধ মাদক ক্যাপসুল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের বানারহাট থানার পুলিশ। জানা গেছে গোপন সূত্রে পুলিশ খবর পায় বানারহাটের দিনবাজার এলাকায় গোপনে কেউ নিষিদ্ধ মাদক ক্যাপসুল বিক্রির কারবার করছে।  খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটশো চল্লিশটি উইনস্পাজমো ফোর্ট ক্যাপসূল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম দীপক শাহ এবং ভবেশ্বর সাহ। দুজনেই দিনবাজারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের একুশের সি ধারায় পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে নিষিদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জারী থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।