বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Jalpaiguri: উদ্ধার গাঁজা, গ্রেপ্তার চার,বাজেয়াপ্ত দুটি গাড়ি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: উদ্ধার গাঁজা, গ্রেপ্তার চার,বাজেয়াপ্ত দুটি গাড়িগোপন সুত্রে (Jalpaiguri) খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে পিক আপ ভ্যানে বানানো গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বাইশ প্যাকেট গাঁজা। জানা গেছে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর টোল প্লাজা লাগোয়া এলাকায় শনিবার সকালে পিক আপ ভ্যানটিকে আটক করা হয়। উদ্ধার করা হয় মোট একশো একান্ন কেজি গাঁজা। পিক আপ ভ্যানটিকে অনুসরন করে আসা একটি ছোটো গাড়িকে আটক করে স্পেশাল অপারেশন গ্রুপ। পিছনের গাড়িটি পিক আপ ভ্যানটিকে পাহারা দিয়ে নিয়ে আসছিলো। দুটি গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে। ধৃতদের নাম মৌসম সরকার, হাবুল হোসেন, রফিকুল মিঞা উত্তম চন্দ্র নারায়ণ, সকলেই কোচবিহারের বাসিন্দা। এরা কোচবিহার থেকে গাঁজা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলো। উদ্ধার করা গাঁজা ও গাড়ি দুটি বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এস টি এফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।