গোপন সুত্রে ( Jalpaiguri) খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি থানার পুলিশ শুক্রবার ভোরে থানা এলাকার পাহাড়পুর লাগোয়া বালাপাড়ায় একটি দশ চাকার কন্টেনার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ির চালকের আসনের পেছনে বাঁশ দিয়ে বানানো গোপন চেম্বার থেকে উদ্ধার হয় চুয়ান্ন কার্টন বিদেশী সিগারেট। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে। ধৃতদের নাম আসিফ ও শাকিল খান। দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতরা জানায় সিগারেট এর কার্টন গুলি অসমের গুয়াহাটি থেকে গাড়িতে তোলা হয় উত্তরাখন্ডে পাচারের উদ্দ্যেশ্যে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের৷ বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করার লক্ষ্যে প্রস্তুতি চলছে।
Jalpaiguri: উদ্ধার চুয়ান্ন কার্টন বিদেশী সিগারেট, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি