শুক্রবার জলপাইগুড়ি (TMC) জেলা তৃনমূল কংগ্রেস কমিটি জনসংযোগের বৈঠক সারলেন। উল্লেখ গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের হাইকামান্ড তথা দলের সেকেন্ড ইন কমান্ড তৃনমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিসেক বন্দোপাধ্যায় আগমী ২৫ শে এপ্রিল থেকে দলীয় কর্মী ও পদাধিকারীদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের নির্দেশ দেন। আগামী পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বড়ো হাতিয়ার করতে চলেছে এই কর্মসূচিকে। জলপাইগুড়ি শহরের বাবুপাড়া দলীয় কার্যালয়ে জনসংযোগ কর্মসূচি বৈঠক সারলেন তৃণমূল জলপাইগুড়ি জেলা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহুয়া গোপ, জেলা তৃনমূল কংগ্রেস চেয়ারম্যান খগেশ্বর রায়, মন্ত্রী বুলু চিক বরাইক, যুব সভাপতি সৈকত চ্যাটার্জী, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক সহ ব্লকস্তরের নেতাগন।
TMC Jalpaiguri: জনসংযোগ বৈঠক জলপাইগুড়ি তৃনমূল কংগ্রেসের
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper