Breaking News

Howrah: জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গল এসটিএফ র হাতে গ্রেফতার এক ব্যক্তি হাওড়ায়

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah: জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গল এসটিএফ র হাতে গ্রেফতার এক ব্যক্তি হাওড়ায় আজ ২৯ এপ্রিল, ২০২৩  সকালে বেঙ্গল এস টি এফ-র হাতে (Howrah)হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার হলো এক ব্যক্তি।তাঁর বিরুদ্ধে অভিযোগ জঙ্গি কার্যকলাপের সাথে যোগাযোগ। ধৃত ব্যক্তির নাম নান্নু মিঁয়া। বয়স চল্লিশ বছর। বাড়ি কোচবিহারের দিনহাটায়।গত বছরের আগস্ট মাসে রুজু হওয়া শাসন থানার একটি কেশে তদন্ত চলাকালীন বেঙ্গল এস টি এফ-র হাতে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপরেই গোপন সংবাদের ভিত্তিতে আজ এই গ্রেফতার। ইউ এ পি অ্যক্ট-এর বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় ফৌজদারী আইনের বেশ কয়েকটি ধারায় শুরু কেশটিতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।