অভিনেত্রী জাহ্নবী কাপুর তামিলনাড়ু উটিতে বেড়াতে গিয়েছেন । এই বলি সুন্দরী সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন । কখনও চা বাগানে আবার কখনও ক্যাফেতে বসে বিন্দাস মেজাজে দেখা যাচ্ছে জাহ্নবীকে। সূত্র মারফত জানা গিয়েছে, উটিতে জোয়া আখতারের ‘দ্য আর্চি কমিক্স’-এর শ্যুটিং করছেন খুশি। সেখানে বোনের সঙ্গে সময় কাটাতে উড়ে গিয়েছেন দিদি জাহ্নবী।মাঝেমধ্যেই কোথাও না কোথাও বেড়াতে যান নায়িকা ৷ কখনও সোলো, কখনও বোন খুশি বা বন্ধুদের সঙ্গে ট্রিপ উপভোগ করেন তিনি। খুব শীঘ্রই বড় পর্দায় এক ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। করণ জোহরের ধর্মা প্রোডাকশন গত বছর এই ছবির ঘোষণা করেছিল। এই ছবির মাধ্যমে ফের একবার পর্দায় জুটিতে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।নায়িকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ছবির মুক্তির জন্য I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper