নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর উত্তেজনার পারদ চড়ালেন। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা।সম্প্রতি জিমের বাইরে জাহ্নবীকে দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। সটান প্রশ্নে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, নতুন বাড়ির জন্য কবে পার্টি দিচ্ছেন। যা শুনে রীতিমতো চমকে যান বলি নায়িকা। মুহূর্তের মধ্যে সমস্ত সিক্রেট ফাঁস হয়ে যায় নেটদুনিয়ায়।মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নতুন বাড়ি কিনেছেন জাহ্নবী কাপুর। সূত্রের খবর, সেই ডুপ্লে বাড়িটির জন্য ৬৫ কোটি টাকা খরচ করেছেন নায়িকা। পাপারাৎজি জাহ্নবীকে আরও বলেন নতুন বাড়ির পার্টি কিন্তু আমরা এখনও পাই নি, এটা কিন্তু একদমই ঠিক নয়। পাপারাৎজির প্রশ্নে জাহ্নবী বলেন, এই বিষয়টা সিক্রেট ছিল। আর আপনি কিনা এটা সবার সামনে নিয়ে চলে এলেন। তবে পাপারাৎজিও জাহ্নবীকে পাল্টা বলেন, তাদের থেকে কিছুই আড়াল করা সম্ভব না।জানা গিয়েছে, কুবেলিস্ক বিল্ডিংয়ের ৮,৬৬৯ স্কোয়ার ফিটের ডুপ্লে কিনেছেন জাহ্নবী। গত দুই বছরে এই নিয়ে তিনি দুটো জায়গা কিনেছেন। এই নতুন জায়গাটার প্রথম ও দ্বিতীয় তলাতে খোলা বাগান রয়েছে এবং সুইমিংপুলও রয়েছে।জাহ্নবীর নতুন ডুপ্লে-তে ৫টি গাড়ি রাখার জায়গা যুক্ত একটি পার্কিং লটও রয়েছে। চলতি বছরে বাড়ির এগ্রিমেন্ট করেন জাহ্নবী ।এই কয়েক বছরে তার সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা কিন্তু নেহাতই কম নয়। একের পর এক সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। হয়েছে বিতর্কও I যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী।মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী । পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে নিয়ে চর্চা চলেই আসছে। এবার ফাঁস হলো তার সিক্রেট যা নেটিজেনদের নজর কেড়েছে I নায়িকার নতুন ফ্ল্যাট কেনার খবর সোশ্যাল মিডিয়াতে আলোচনার বিষয় হয়ে উঠেছে I
Tags Janhvi Kapoor
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper