স্টারকিড নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে । বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার তার বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে এলেন জাহ্নবী কাপুর । তার নতুন পৌষ করা ছবিগুলোর জন্য এখন তিনি আলোচনার কেন্দ্রে । ঘুরতে যেতে তিনি ভীষণই ভালবাসেন। সময় পেলেই উড়ে যান প্রকৃতির কোলে। এবার সাগরপাড়ে ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন শ্রী-কন্যা। কাজের ফাঁকে সময় পেলেই কোথাও না কোথাও বেড়াতে চলে যান জাহ্নবী কাপুর। এবার প্রকৃতির কোলে খানিকটা সময় কাটিয়ে ফ্রেশ অক্সিজেন নিয়ে কাজে ফিরবেন জাহ্নবী কাপুর। নিজের সোশ্যাল মিডিয়ায় হট অ্যান্ড বোল্ড লুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছে। বিকিনি পরে একাধিক ছবিতে পোজ দিয়েছেন জাহ্নবী, ছবি নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।নায়িকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে আকাশি রঙের বিকিনি পরে সাগরপাড়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে বড় সাইজের একটি ডাব। ডাবের জলে চুমুক দিয়েই ছুটির মেজাজে রয়েছেন শ্রী কন্যা। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। জাহ্নবী কাপুরের শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। তার ফ্যাশন সেন্স নিয়ে হামেশাই নেটিজেনদের নজরে থাকেন জাহ্নবী কাপুর। কাটাছেড়া পোশাক পরে ফের ট্রোলের শিকার জাহ্নবী কাপুর। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জাহ্নবী কাপুরকে। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথেই হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। আরেকবার অভিনেত্রী তার সৌন্দর্য আর পোশাকের কারণেই সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন কেড়ে নিলেন।
Tags Janhvi Kapoor
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper