শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

accident Alipurduar: জাতীয় সড়কে যানজট, গাড়ি উল্টে দুর্ঘটনায় আহত একজন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

accident Alipurduar: জাতীয় সড়কে যানজট, গাড়ি উল্টে দুর্ঘটনায় আহত একজন  ব্যাপক যানজট তৈরি (accident) হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়কে। ‌চেপানী হল্ট সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে (accident) এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল পণ্যবাহী গাড়ি।‌ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। ‌ দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।‌ পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটিতে পণ্য বোঝাই ছিল। এদিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে সকাল থেকেই জাতীয় সড়কে পন্য বাহী গাড়ী দাঁড়িয়ে আছে। জাতীয় সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ অন্য পাশ দিয়ে যাত্রীবাহী গাড়ি সহ ছোট গাড়িগুলি যাতায়াত করছে। ‌ এর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে মনে করছেন সাধারণ বাসিন্দারা । উল্লেখ্য ৩১ নম্বর জাতীয় সড়কের চালতা তলা ব্রীজ এবং গদাধর ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ব্যাপক ভাঙ্গনের ফলে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। ‌ গত দুদিন ধরে যাত্রীবাহী গাড়িগুলো মহাকাল চৌপথী থেকে খাটাজানি হয়ে শামুকতলা রোডে জাতীয় সড়ক ধরে বারবিশা গেছে। আহত সাইকেল আরোহী কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।