বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Jaya Ahsan: বলিউডে পা রাখছেন জয়া আহসান

Jaya Ahsan: বলিউডে পা রাখছেন জয়া আহসান jaya-ahsan-jaya-ahsan-is-entering-bollywood-actress-bengali-india-west-bengal-movie-howrah-ei-yugবাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে চর্চার শেষ নেই। টলিপাড়ায় ও সমান জনপ্রিয় তিনি I এই বয়সে এসে এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন নিউকামারদের। তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া।  মডেল থেকে অভিনেত্রী জয়া বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল।একের পর এক হিট ছবি দিয়ে দুই বাংলার দর্শকদেরই মন জয় করে নিয়েছেন জয়া আহসান।বোল্ডনেসে বলে বলে গোল দিচ্ছেন জয়া। এবার বলি নায়িকাদের সঙ্গেও টেক্কা দিতে চলেছেন ওপার বাংলার সুন্দরী জয়া আহসান। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন জয়া। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টলি নায়িকা। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে পা রাখতে চলেছেন জয়া। অবশেষে জল্পনা সত্যি করে পঙ্কজের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেই খবরে শিলমোহর দিলেন নায়িকা। সূত্র থেকে জানা গেছে, গত মঙ্গলবার থেকেই ছবির শুটিং শুরু করে দিয়েছেন জয়া I নায়িকা জানিয়েছেন, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল।প্রথম বলিউড ডেবিউতে তাদের সঙ্গে কাজ করে ভীষণ খুশি জয়া।জয়া আরও বলেছেন, এটা আমার প্রথম বলিউড ছবি। এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। হিন্দি সিনেমার প্রস্তাব যখন প্রথম আমার কাছে আসে আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম এবং সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিয়েছিলাম। শুরু থেকেই অনিরুদ্ধ রায়চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করতে চাইছিলাম। আর এই সুযোগটা যখন প্রথম হিন্দি ছবিতেই চলে এল তাতে আরও আনন্দ দ্বিগুণ বেড়ে গেল।বলিউডে জয়ার অভিষেকের খবরে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।  ছবিটির প্রযোজনা করছে উইজ ফিল্মস। মূলত ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি এটি। ভেঙে যাওয়া পরিবার কীভাবে একত্র হবে সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে।এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সর্বদাই রয়েছেন নেটিজেনদের নজরে। জয়ার হট অবতারে মুগ্ধ দুই বাংলার অনুরাগীরা। তবে সমালোচনায় কান না দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা জয়া আহসান নিজের কাজ করেই চলেছেন । তার সাম্প্রতিক বলিউড ডেবিউ সেই বার্তাই বহন করছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।