Breaking News

CoochBehar: জেলা ভিত্তিক শিল্প পর্যবেক্ষক কমিটির সভা কোচবিহারে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: জেলা ভিত্তিক শিল্প পর্যবেক্ষক কমিটির সভা কোচবিহারেকোচবিহারের (CoochBehar) জেলাশাসক পবন কাদিয়ান এর পৌরহিত্যে বুধবার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক শিল্প পর্যবেক্ষক কমিটির সভা। জেলাশাসক জানান এই সভায় কোচবিহার জেলার শিল্প ও বাণিজ্যের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক সিরাজ ধনেশ্বর, আই এ এস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।