শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

kabaddi tournament Alipurduar : কাবাডি প্রতিযোগিতা আলিপুরদুয়ারে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার, এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার স্পোর্টস একাডেমি ও নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং ইউনিসেফ ও দুর্গা হাইউন্ডাই এর সহযোগিতায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতা। স্পোর্টস একাডেমীর সচিব প্রশান্ত ঘোষ জানান আলিপুরদুয়ার পৌর এলাকা ও আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মহিলা ও পুরুষ বিভাগে মোট ষোলোটি দল এই প্রতি্যোগিতায় অংশ গ্রহন করে। পুরুষ বিভাগের চূড়ান্ত খেলাটি পশ্চিম জিতপুর স্পোর্টস একাডেমি ও নবীন সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। নবীন সংঘ জয়ী হয়।মহিলা বিভাগে চূড়ান্ত খেলায় জয়ী হয় আলিপুরদুয়ার স্পোর্টস একাডেমি। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ডি পি এস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন সহ এলাকার বিশিষ্টজনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।