আজ কালীঘাট মন্দির (Howrah) থেকে চুরি হয়ে যাওয়া শিশু র মুখে গামছা ঢাকা অবস্থায় মিললো সাঁকরাইল থানার আন্দুল বাসস্টান্ড সংলগ্ন এলাকা থেকে। (Howrah) জানা গিয়েছে এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আন্দুল বাসস্টান্ডে একটি বেসরকারি ব্যাঙ্কের পাশে শিশুটিকে কাঁদতে দেখে এলাকার লোকজন। এরপর খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে আপাতত আন্দুল বাসস্টান্ডের কাছে একটি নার্সিংহোমে শারিরীক অবস্থা জানার জন্য ভর্তি করেছে।
সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল জানান,”শিশুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই খোঁজ মেলে বাবা মায়ের।জানতে পেরেছি শিশুটির নাম আয়ুষ শাও দশ মাস বয়স পিতা সুভাষ কুমার সাউ বাড়ি নাকতলায়। তাল তলা থানা মারফত খবর দেওয়া হয়েছে বাবা মাকে।”জানা গিয়েছে শিশুটি কালীঘাট মন্দির থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল।মনে করা হচ্ছে কেউ চুরি করে নিয়েছিল শিশুটিকে। কিন্তু কলকাতা পুলিশের তৎপরতার খবর যে ভাবেই হোক অপহরনকারীদের কানে চলে যায়।ভয়ে তাই শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে আন্দুল বাসস্ট্যান্ডে। প্রসঙ্গত আইনী প্রক্রিয়া মেনেই শিশুটিকে তুলে দেওয়া হবে বাবা মায়ের হাতে।এই ঘটনায় বাসস্টান্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাঁকরাইল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন এবং অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বাসস্ট্যান্ডে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper