সোমবার রাতে আচমকাই (Jalpaiguri) বেশ কয়েক রাউন্ড গুলি চলল কামাখ্যা -বিহার এক্সপ্রেস ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পরে।এনজিপি ঢোকার মুখে ট্রেন হল্ট করলে দেখা যায় এক ব্যক্তি ট্রেনের ভিতর পরে রয়েছে। ঘটনা স্থলে রেল পুলিশ পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে। রেল পুলিশ সূত্রে খবর ব্যাক্তির নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনাটি ব্যাক্তি নিজে ঘটিয়েছে নাকি অন্য কেউ ঘটিয়েছে নাকি ব্যাক্তি শত্রুতা থেকে ঘটেছে, তা নিয়ে তদন্তে নেমেছে রেল পুলিশ।
Jalpaiguri: আাচমকা গুলি চলল কামাখ্যা – আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনে, মৃত ১
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper