সিনেপাড়ার বহুল আলোচিত কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে সবসময়ই উত্তেজনার পারদ তুঙ্গে থাকে। রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন এই পাওয়ার কাপল। কাজের চাপে ঠিক জমিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। এবার সময় মিলতেই দুজনে অজানা আইল্যান্ডে উড়ে গেলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেড়াতে গিয়ে স্বামী ভিকির সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। যা নিমেষে ভাইরাল হয়েছে। ভিকির ঘাড়ে উঠে পড়ে আদুরে অন্তরঙ্গ ছবিতে পোজ দিয়েছেন ক্যাটরিনা। সাদা বালিয়াড়িতে কালো রঙের সুইমস্যুট পরে সুপারহট পোজ দিয়েছেন ভিকি ঘরনি। হাই থাই স্লিটে যেন উপচে পড়ছে ভরা যৌবন,বক্ষের একাংশ উন্মুক্ত করে নেটপাড়ায় ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper