শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

TMC: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ধর্না বিক্ষোভ মহিলা তৃনমূল কংগ্রেসের

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, শিলিগুড়ি

মঙ্গলবার দ্বিতীয় দিনে (TMC) পড়ল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মহিলা তৃনমূল কংগ্রেসে ডাকে ৩২ ঘন্টা ধর্না বিক্ষোভ শিলিগুড়ি তথা উত্তর পূর্বের প্রবেশদ্বারে। (TMC) উল্লেখ এর আগে এই রকম ধর্না বিক্ষোভ দেখা গিয়েছিল কোলকাতা ও বর্ধমানে।কোলকাতার বুকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধর্নামঞ্চে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল ।এনিয়ে বিরোধীরা হাসাহাসি করা ছাড়া তেমন গুরুত্বই দিতে চায়নি।TMC: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ধর্না বিক্ষোভ মহিলা তৃনমূল কংগ্রেসের

তবে কিছু কিছু বিরোধী দল আবার কেন্দ্রীয় বনঞ্চনার সাথে সহমত পোষণ করে, তবে তারা রাজ্যের দুর্নীতি দিকটি বেশিই প্রাধান্য দিয়েছেন। শিলিগুড়িতে যে কর্মসূচি চলেছে তাতে নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য, শশী পাজা ও মালা রায় প্রমুখ।উল্লেখ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রাজ্য বকেয়া প্রাপ্য, ১০০ দিনের কাজের বকেয়া পাওনা ও পুনরায় কাজ শুরু করা, ইন্দিরা আবাস প্রকল্পের চালু করা, তৃণমূল সরকারের প্রতি কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে শিলিগুড়ির হিলকার্ট রোডে ধর্না বিক্ষোভের মঞ্চ গেড়ে প্রতিবাদ করেছে গত দুই দিন ধরে মহিলা তৃনমূল কংগ্রেস। উত্তরবঙ্গের একাধিক প্রথম সারির তৃনমূল মহিলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রতিবাদ মঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্যে নেতৃত্বে। তৃনমূল সূত্রে খবর রাজ্যের আরও একাধিক জায়গায় এইরকম কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ চালানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।