চা বাগানে ১১ ফুট লম্বা কিং কোবরা (King cobra) টিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনকর্মী এবং উৎসুক জনতার মধ্যে।(King cobra) একের পর এক কিং কোবরা উদ্ধার হয় সাধারণ মানুষের মতো আতঙ্ক তৈরি হয়েছে। সপ্তমীর দিনে বনকর্মীরা উদ্ধার করলেন ১১ ফুট লম্বা কিং কোবরা। বৃহস্পতিবার নিউল্যান্ডস চা-বাগান থেকে উদ্ধার হল একটি কিং কোবরা। বন বিভাগের কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা এবং একটি বেসরকারি সংস্থার সদস্যরা এদিন কিং কোবরাটি উদ্ধার করেন। বন বিভাগের তরফে জানানো হয়েছে, কিং কোবরাটিকে নিরাপদ বাসস্থানো ছেড়ে দেওয়া হয়েছে। এদিন সকালে চা-বাগানে কিং কোবরাটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কর্মীরা। এরপর আসেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাঁরা যৌথভাবে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, কিং কোবরাটি আনুমানিক ১১ ফুট লম্বা। কিং কোবরা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউল্যান্ডস চা-বাগানে। তবে ওই চা বাগানে আরো কোন কিং কোবরা আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
King cobra: চা-বাগান থেকে উদ্ধার হল ১১ ফুটের কিং কোবরা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার