আলিপুরদুয়ার জেলার ( King Cobra) মাদারীহাট ব্লকের টোটোপাড়ায় একটি বাড়ি থেকে বন কর্মীরা উদ্ধার করলেন বিশালাকার একটি কিং কোবরা সাপ। জানা গেছে শনিবার দুপুরে ঐ বাড়িতে সাপটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন খবর পাঠান বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। বন কর্মীরা জানান সাপটি চৌদ্দ ফুট লম্বা। এলাকায় এতবড়ো সাপ উদ্ধারের ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
King Cobra: আলিপুরদুয়ার এর টোটোপাড়ায় উদ্ধার চৌদ্দ ফুট লম্বা কিং কোবরা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার