শুক্রবার সকালে (Bus Accident) উওর কলকাতার কাশীপুর এলাকায় স্কুল যাওয়ার পথেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যু ।জানা গেছে এদিন সকাল ১০.৪৫ নাগাদ , সাইকেলে চালিয়ে স্কুলে যাচ্ছিল অরণ্য চক্রবর্তী ( বয়স ১৪ )।কাশীপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল অরণ্য।বিটি রোডের উপরে রাস্তা পারাপারের সময় আচমকাই পিছন থেকে ২৩৪ নং রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অরণ্যকে ধাক্কা মারে ।শ্যামবাজারগামী বাসের বাঁদিকের সামনের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা পড়ুয়া কে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা অরণ্য কে মৃত বলে ঘোষণা করে ।বাসটি কে পুলিশ আটক করেছে । বাসের চালক ও কনডাক্টর পলাতক।
Bus Accident: উওর কলকাতার কাশীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যু
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper