শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

KOLKATA : কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযানের প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

KOLKATA : কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযানের প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়বৃহস্পতিবার (KOLKATA )ভোট কুশলী সংস্থা আইপ্যাক‌ এর কলকাতার অফিসে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি ইডি‌ । চক্রান্তের অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কেন্দ্রীয় এজেন্সির এরুপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যাদবপুরের এইট বি থেকে মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল টি হাজরায় শেষ হয় । এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক থেকে সাংসদ প্রত্যেকেই। এদিন মিছিল শেষে হাজরায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘আপনারা মিটিং করবেন , পিছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ, ওদিকে বিএসএফ । আজকে অভিষেক মিটিং করতে গেছে , ভীতুর দল ,প্যারা মিলিটারি দিয়ে পুরো এলাকাকে দখল করে রেখেছে। তুমি ল্য ইন অর্ডারে ইনটারফেয়ার করছ ,তোমার অধিকার আছে ? আমি যা করেছি, তৃণমূলের চেয়ারম্যান হিসেবে করেছি । আমি কোনও রকম অন্যায় আজ করিনি।এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ইডির‌ হানায় নিজের জীবনহানির সম্ভাবনার কথাও তুলেন । এছাড়াও তিনি এদিন সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।