ডাউন দার্জিলিং মেলে (KOLKATA) এবার ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে এনজেপি থেকে শিয়ালদহ ফেরার ডাউন দার্জিলিং মেলে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ শুক্রবার রাত ৩ টে নাগাদ বর্ধমান স্টেশনে ছিনতাইয়ের ঘটনা ঘটে । ওই কামরায় এনজেপি থেকে ফিরছিলেন হাওড়ার ডোমজুড়ের ১৯ জনের একটি দল। সেই দলে ছিলেন শ্যামলী সাহা নামের মহিলা যাত্রী । ওই কামরার ২০ নং সিটের যাত্রী ছিলেন শ্যামলী সাহা । অভিযোগ হঠাৎ এক দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় । জানাগেছে ওই ব্যাগে নগদ প্রায় ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ,আধার কার্ড ও প্যানকার্ড ছিল। এই ঘটনায় কামরায় থাকা অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে । শিয়ালদহ স্টেশনে নেমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ ঘটনার সময় কামরায় কোন নিরাপত্তা রক্ষী ছিল না । শিয়ালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করেছে অভিযোগকারী। এই ঘটনায় ফের একবার দূরপাল্লার ট্রেনে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
KOLKATA : দার্জিলিং মেলে ছিনতাইয়ের অভিযোগ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper