একাধিকবার বিস্ফোরক (KOLKATA) মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আরজি কর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করার পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল আইএমএ।শাসকদলের এই বিধায়কের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল চিকিৎসকদের সংগঠন আইএমএ। জানা যাচ্ছে, উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সেই চিঠিতে হুমায়ুনের বিরুদ্ধে থ্রেট কালচার’এর অভিযোগ করে নিজেদের নিরাপত্তা বিষয়টি উল্লেখ করেছেন।সোমবার শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিন এই বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই চিঠি দেওয়ার বিষয়টিকে হুমায়ুন বিশেষ পাত্তা দিচ্ছেন না বলে খবর। তৃণমূল বিধায়ক বলেন, ‘আমরা আইন বানাই। কোনটা আইনসঙ্গত, আর কোনটা নয় সেটা ভালো করে জানি।হুমায়ুন বলেন, ‘কারোর জন্য আমায় যদি জেলে যেতে হয়, তাহলে জামিন পাওয়ার পর ৫০,০০০ লোক নিয়ে জমায়েত করব। যদি অপরাধ না করে সাজা পাই, তাহলে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না’।
KOLKATA IMA: বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল আইএমএ
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা