সামশেরগঞ্জে মৃৎশিল্পী (kolkata) হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের হত্যার ঘটনায় মঙ্গলবার ১৩ জন অভিযুক্ত কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। যদিও এদিনের আদালতের রায়ে অখুশি হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারের সদস্যরা।এই রায় তারা মানতে পারেনি , পরিবারের দাবি অপরাধীদের এক মাত্র সাজা হওয়া দরকার ফাঁসি । এদিনের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছেন হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারের সদস্যরা। এদিন হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন । এই বিষয়ে সমস্ত রকমের আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পরিবারের সদস্য কে নিয়ে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন । শুভেন্দু অধিকারী বলেন, ‘নিম্ন আদালতের রায়ে খুশি নই আমরা।গোটা দেশ দোষীদের ফাঁসি চেয়েছিল । তাঁরা এদিনের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সমস্ত রকমের আইনি সহায়তা আমরা দেবো।’আমরা সর্বদা তাদের পাশে আছি।
kolkata: সামশেরগঞ্জে জোড়া খুনের যাবজ্জীবন রায়ে অখুশি পরিবার , রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছে পরিবার, পাশে থাকার আশ্বাস শুভেন্দুর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper