Breaking News

Kumargram BJP: কুমারগ্রাম থানা ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দিল বিজেপি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Kumargram BJP: কুমারগ্রাম থানা ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দিল বিজেপি বিজেপির কুমারগ্রাম বিধানসভা এলাকার দুই নম্বর মন্ডল কমিটি কুমারগ্রাম থানায় এবং তিন নম্বর মন্ডল কমিটি কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করে। বিজেপির ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ জানান তেরোই সেপ্টেম্বর নবান্ন অভিযানে যোগ দিতে বিশেষ ট্রেইনে করে বারোই সেপ্টেম্বর কামাখ্যাগুড়ি স্টেশন থেকে দলীয় কর্মী সমর্থকরা রওয়ানা হয়েছিলেন। সেই সময় রাজ্য পুলিশ সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে স্টেশনে প্রবেশ করে এবং বিজেপি নেতা সহ কর্মী সমর্থকদের ট্রেইন থেকে গ্রেফতার করে। তারপরেও পুলিশ দলের কর্মী সমর্থকদের এখনো গ্রেফতার করে চলেছে। তার প্রতিবাদেই এদিন কুমারগ্রাম থানার আই সি ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি কে ডেপুটেশন দেওয়া হয়েছে। পুলিশ যদি বিজেপি কর্মীদের গ্রেফতার করা বন্ধ না করে তবে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলেও তি ই জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।