আদিবাসী সমাজের মহান পরব করম পুজো উপলক্ষ্যে কুমারগ্রাম এলাকার আদিবাসী শিল্পীদের মাদল,ধামসা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং মহিলাদের শাড়ী বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী প্রকাশ চিক বরাইক। উল্লেখ্য মাদল ও ধামসা আদিবাসী সমাজের লোক সংস্কৃতি ও সঙ্গীত পরিবেশনের অন্যতম বাদ্যযন্ত্র। এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় কুমারগ্রাম চা বাগানে। উপস্থিত ছিলেন সমাজসেবী বিনোদ কুমার মিঞ্জ, লিয়স কুজুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Kumargram: করম পুজো উপলক্ষ্যে কুমারগ্রামে ধামসা,মাদল ও শাড়ী বিতরণ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার