জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন বিভিন্ন থানা ও ট্রাফিক ইউনিট এর কর্মীরা রবিবার পালন করেন(Labor Day) শ্রমদান দিবস। এই উপলক্ষ্যে পুলিশ কর্মীরা সংশ্লিষ্ট থানার অধীন সমস্ত ট্রাফিক অফিস, অফিসের আসবাব এবং রাস্তার পাশে থাকা সমস্ত ট্রাফিক সিগন্যাল গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। থানাগুলিতেও একইভাবে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। থানার আসবাব, থানা চত্বর সহ আধিকারিকদের দপ্তর গুলিকে ঝাড়পোঁছ করে পরিষ্কার করা হয়। পুলিশ কর্মীরা জানান কাজের চাপে সবসময় দপ্তর সহ আসবাবপত্র পরিষ্কার করা সম্ভব হয়না। এই শ্রমদান দিবসে পরিষ্কার করতে পেরে নিজেদের ভালো লাগছে।
Labor Day: জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে পালিত হলো শ্রমদান দিবস
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি