আলিপুরদুয়ার জেলার (Leopard) কালচনি ব্লকের চিঞ্চুলা চা বাগানের নালায় চিতাবাঘের দুটি শাবকের দেখা মিললো শুক্রবার সকালে। জানাগেছে এদিন বাগানের শ্রমিকরা কাজে যাবার সময় চিতাবাঘের শাবক দুটিকে চা বাগানের নালায় দেখতে পান। চিতাবাঘের শাবকদের খবর ছড়িয়ে পড়তেই দলে দলে লোকজন ভীড় জমাতে শুরু করে চিতা শাবক দেখার জন্য। খবর পেয়ে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভীড় করা মানুষজনদের দূরে সরিয়ে দেন। তারা জানান মা চিতা বাঘটি আশেপাশেই আছে। সে যে কোনো সময় শাবক দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার জন্য আসতে পারে। একারনেই বন কর্মীরা এলাকায় নজর রাখছেন। অযথা মানুষজনের ভীড় থাকলে মা চিতা হামলাও চালাতে পারে। এলাকায় এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন কর্মীরা এলাকাবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।
Leopard: চা বাগানের নালায় চিতাবাঘের শাবক, চাঞ্চল্য শ্রমিক মহলে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার