শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

leopard: সাতদিনের ব্যবধানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী দুটি চিতাবাঘ, চাপা আতঙ্ক এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

leopard: সাতদিনের ব্যবধানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী দুটি চিতাবাঘ, চাপা আতঙ্ক এলাকায় সাতদিনের ব্যবধানে বন দপ্তরের পাতা (leopard) খাঁচায় বন্দী হলো দুটি চিতাবাঘ। জানা গেছে মাদারীহাট ব্লকের ডিমিডিমা চা বাগানের নীচা লাইন ও লাগোয়া এলাকায় বেশ কিছুদিন যাবৎ ঘাটি গেড়েছে একটি চিতাবাঘ। চিতাবাটি সন্ধ্যা হলেই চাবাগানের বাসিন্দাদের বাড়ি থেকে হাঁস, মুরগি, সহ গবাদি পশু তুলে নিয়ে যেতো।তারা বিষয়টি চা বাগানের ম্যানেজারকে জানান। ম্যনেজার খবরটি দেন বন দপ্তরের দলগাও রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতেন। এটা চলতি মাসের কুড়ি তারিখ রাতের ঘটনা। খাঁচা পাতার দুঘন্টার মধ্যেই একটি চিতাবাঘ খাঁচায় ধরা পড়ে। বন কর্মীরা চিতবাঘটিকে নিয়ে যান। এরপর ফের শুরু হয় চিতাবাঘের হানাদারি। বাসিন্দাদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়ায় যে তারা সন্ধ্যার পর ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ফের ঘটনাস্থলে পৌঁছে বুধবার রাতে খাঁচা পাতেন। বৃহস্পতিবার সকালে চা বাগানের শ্রমিকরা খাঁচা বন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচাসহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তারা জানান চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পরপর দুটি চিতা ধরা পড়লেও বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি চিতাবাঘের হানাদারি প্রতিরোধে বন দপ্তর আরও কঠোর নজরদারির ব্যবস্থা করুক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।