Breaking News

Leopard: চিঞ্চুলা চা বাগানে পাতা বন দপ্তরের খাঁচায় ধরা পড়লো চিতাবাঘ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Leopard: চিঞ্চুলা চা বাগানে পাতা বন দপ্তরের খাঁচায় ধরা পড়লো চিতাবাঘজলপাইগুড়ি (Leopard) জেলার চিঞ্চুলা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় সোমবার রাতে ধরা পড়লো একটি চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি চা বাগানে ঘুরে বেড়াচ্ছিলো। চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছিলো চা বাগানের বাসিন্দাদের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা চা বাগানে যান ও চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার রাতে খাঁচা পাতেন। রাতেই খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি। মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা কাজে যাবার সময় চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার কাছে যান ও খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন। বন কর্মীরা খবর পেয়ে চা বাগানে আসেন ও খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যান বন দপ্তর সূত্রে জানা গেছে চিতাবাঘটি সামান্য জখম অবস্থায় রয়েছে। তাদের অনুমান কোনোভাবে অন্য চিতাবাঘের সাথে লড়াই করে এই চিতাবাঘটি জখম হয়েছে। চিকিৎসায় সুস্থ করে চিতাবাঘটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।