মালাইকা আরোরা তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন । নায়িকা বলিউড ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রীদের মধ্যে একজন যিনি তার স্টাইল এবং গ্ল্যামারাস লুকের জন্য সকলের কাছে বিখ্যাত। তবে বলিউডের কোনও ছবিতেই এখন আর সেভাবে দেখা যায় না মালাইকাকে। এমনকী দীর্ঘদিন কোনও ছবিতে আইটেম ডান্স করতেও দেখা যায়নি তাকে। নায়িকা নন বরং আইটেম গার্ল হিসেবেই দর্শকদের মনে রয়ে গেলেন মালাইকা আরোরা।তবে অভিনয় না করলেও পারিশ্রমিকে পিছিয়ে নেন মালাইকা। রিয়্যালিটি শো পিছু কত টাকা নেন মালাইকা, তা জানলে চমকে যাবেন আপনিও। সূত্রের খবর, মালাইকার বেশিরভাগ আয় হয় রিয়্যালিটি শো এবং ফ্যাশন শো থেকে। আইটেম ডান্সের জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন মালাইকা আরোরা। একটি গানের জন্য যত টাকা পারিশ্রমিক নেন তা অনেক নায়িকারাই পান না ছবিতে কাজ করে।এছাড়া ফ্যাশন শো-র জন্য মালাইকা নেন ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। আর রিয়্যালিটি শোতে প্রতিটা এপিসোড পিছু প্রায় লাখ টাকার মতো পারিশ্রমিক নেন মালাইকা। তাই বলিউডের কোনও ছবিতে অভিনয় না করলেও পারিশ্রমিকের অঙ্কে কারোর থেকে একচুলও পিছিয়ে নেই তিনি Iহিন্দি ছবি ‘দিল সে’-র ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানেই প্রথমে নজরে আসেন মালাইকা আরোরা। তার শরীরী জাদুর মোহে পাগল পুরুষেরা। তারপর থেকে একের পর এক হিট গানে তার পারফরম্যান্স তাকে করে তুলেছে জনপ্রিয়। নাচের স্টাইলে ভক্তদের পাগল করে দিয়েছেন তিনি।বর্তমানে বেশ কিছু রিয়্যালিটি শো যেমন ‘ঝলক দিখলা যা’, ‘ইন্ডিয়াজ নেক্সট টপ মডেল’-এর মতো রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে দেখা যায় মালাইকা আরোরাকে। বলিউডের সব পার্টিতেই বোল্ডনেসে ঝড় তোলেন মালাইকা । আর এই ভাবে সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন কেড়েনেন তিনি I তার হট সেনসেশন ছবির জন্য সবসময়েই সরগরম সোশ্যাল মিডিয়ার পেইজ I
Tags Malaika Arora
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper