খোয়া (Malda)বা হারিয়ে যাওয়া একশ কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো মালদহ জেলা পুলিশ। বৃহস্পতিবার মালদহ জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে মালদহের পুলিশ সুপার শ্রী প্রদীপ কুমার যাদব এবং অন্যান্য আধিকারিকগন মোবাইল হ্যান্ডসেটগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সুপার জানান মোবাইল হারিয়ে যাবার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং মোবাইল হ্যান্ডসেটগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেবার ব্যবস্থা করে। হারিয়ে যাওয়া মোবাইল সেট ফিরে পেয়ে খুশী মালিকরা। তারা বলেন পুলিশের তৎপরতায় তারা খুশী।
Malda: খোয়া যাওয়া একশ কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো মালদহ পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ